ইন্টারনেটের স্বাভাবিক গতিতে ফিরেছে মতিঝিল

২ নভেম্বর, ২০২৩ ১১:২০  

ক্যাবল কাটা পড়ায় সাময়িক দুর্ভোগের পর ইন্টারনেটের স্বাভাবিক গতিতে ফিরেছে রাজধানীর বাণিজ্যিক ও ব্যাংকপাড়া হিসেবে পরিচিত মতিঝিল। বুধবার দিনভর কাটা ক্যাবল বিকল্প পথে সংযুক্ত করে ইন্টারনেট সেবাদাতারা। বৃহস্পতিবার থেকে ওই অঞ্চলের ছয় হাজারের অধিক ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারী।

সূত্রমতে, মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে রেলস্টেশন থেকে শাপাল চত্বর সংশ্লিষ্ট এলাকার সব ওভারহেড ক্যাবল কেটে দেয় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। কিন্তু এই সংযোগের ফলে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে পড়ে মতিঝিল, আরামবাগ, ফকিরাপুল, পল্টনসহ আশপাশের কিছু এলাকার মানুষ। এই ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ঢাকার মেট্রো এলাকর মোট ব্যবহারকারী ৭ শতাংশের মতো।

খাজা টাওয়ারের সমস্যার সমাধান হওয়ার আগেই এই সমস্যা মোকাবেলায় নতুন বিপর্যয়ে পড়ে ইন্টারনেট ব্যবসায়িরা। এই অবস্থার দ্রুত অবসানে সংযোগ পুনরুদ্ধারে আইএসপিএবি’র সিএসটিএফ এর সহযোগিতায় বৃহস্পতিবার ভোর রাতে বাইপাস লাইন আপ করে ওই এলাকার ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর ফাইবার টিম।

এ টিমের নাম পরিচয় প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আগামী ৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতিঝিল-আগারগাঁও মেট্রোরেল উদ্বোধন করেন। সেজন্য ঝুলন্ত তার উচ্ছেদ করে ডিপিডিসি। এরপর প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ওই এলকায় ডিজিএফআই সদস্যরা কাজ শুরু করেন। ফলে আমাদের বাইপাস করে খুব দ্রুত প্রতিটি তার সরিয়ে নিতে হয়েছে। সিটিএফ এর সহযোগিতায় সম্মিলিত ভাবে কাজ করে আমরা গ্রাহককে লাইভ রাখতে সক্ষম হয়েছি।